এবছর (১৪৪৫ হিজরী) এর সর্বনিম্ন ফিতরা ১০০/=, সর্বোচ্চ ৩,৫৬০/= টাকা।

নামাযে কাতারে দুই মুসল্লীর মাঝে ফাঁকা রাখা

ফতওয়া কোডঃ 05-সা-08-08-1442

প্রশ্নঃ

নামাযে কাতারে দুই মুসল্লীর মাঝে ফাঁকা রাখা কেমন?

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

নামাযের কাতারে গায়ে গায়ে লাগিয়ে কাতার সোজা করা সুন্নত । এটাকে নামাযের পরিপূর্ণতার অংশ বলা হয়েছে । হাদিসে এর অনেক গুরুত্ব দেয়া হয়েছে । এ সুন্নত তরক করলে তার ব্যাপারে ধমকিও দেওয়া হয়েছে । তাই যদিও দুই মুসল্লির মাঝখানে ফাঁকা রেখে দাঁড়ালে নামায সহী হয়ে যাবে, তবুও স্বাভাবিকভাবে এ সুন্নত ছেড়ে দেওয়া যাবে না, বিনা প্রয়োজনে ছেড়ে দিলে গুনাহ হবে, বর্তমানে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে যার করোনা শনাক্ত হয়েছে তাকে মসজিদে আসতে নিষেধ করা হবে, এটাও হাদীস দ্বারাই প্রমণিত, সর্তকতা অবলম্বনের জন্য এতোটুকু যদি যথেষ্ট না হয়, গায়ে গায়ে লাগিয়ে কাতার সোজা করলে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার বাস্তবেই সম্ভাবনা থাকে, তাহলে আশা করা যায় কাতারের মধ্যে দুই মুসল্লির মাঝখানে ফাঁকা রেখে কাতার সোজা করলে গুনাহ হবে না । নামাযের কোন অসুবিধা হবে না ।

সুত্রসমূহ

صحيح البخاري: 1/100 رقم 716-723

صحيح المسلم: 1/181

سنن ابی داؤد: 1/97 رقم 662

عمدۃ القاری: 5/254

الدر المختار: 1/568

اعلاء السنن: 4/3

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top