এবছর (১৪৪৫ হিজরী) এর সর্বনিম্ন ফিতরা ১০০/=, সর্বোচ্চ ৩,৫৬০/= টাকা।

ইসলামে ত্যাজ্য পুত্রের বিধান কি?

ফতওয়া কোডঃ 06-বিপ্র,হাহা-08-08-1442

প্রশ্নঃ

ইসলামী শরীয়তে ত্যাজ্য পুত্রের বিধান কি?

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

কোন ভাবেই ত্যাজ্য পুত্র করা শরিয়তের দৃষ্টিতে গ্রহনযোগ্য নয়।

সুত্রসমূহ

كتاب النوازل:18/215

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top