ফতওয়া কোডঃ 84-ওও-09-02-1443
প্রশ্নঃ
আমার মা তার বাবার বাড়ি অর্থাৎ আমার নানার বাড়ি থেকে মিরাসী সম্পত্তি পেয়েছে, শুনেছি আমার মায়ের এই সম্পত্তির মালিক শুধু বোনেরা হবে ভাইয়েরা হবে না, এটা কতটুকু শরীয়ত সম্মত?
সমাধানঃ
بسم الله الرحمن الرحيم
আপনি ভুল শুনেছেন, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী আপনার মা আপনার নানার বাড়ি থেকে যে সম্পত্তির মালিক হয়েছেন, আপনার মা এর ইন্তেকালের পর তা ইসলামিক নিয়ম অনুযায়ী সকলের মধ্যে ভাগ হবে, ছেলে পাবে মেয়ে পাবে না বা মেয়ে পাবে ছেলে পাবে না এমন কোনো নিয়মনীতি ইসলামী শরীয়তে নেই।
সূত্রসমূহ
সুরা নিসাঃ ১১, আদ্দুররুল মুখতারঃ ৬/৭৬২, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাতঃ ১২/৪৫১
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।