Darul Ifta, Rahmania Madrasah Sirajganj

‘আব্দুল মুত্তালিব’ নাম রাখা জায়েয নয়?

ফতওয়া কোডঃ 91-ইনা-17-03-1443

প্রশ্নঃ আসসালামু আলাইকুম, ‘আব্দুল মুত্তালিব’ নাম রাখা কেমন? জায়েয না নাজায়েয? নাজায়েয হলে করনীয় কি?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

‘আব্দুল মুত্তালিব’ নাম রাখা জায়েজ নয়। কেননা, তার অর্থ হল মুত্তালিবের বান্দা। ‘আব্দ’ তথা ‘বান্দা’ শব্দের নিসবত আল্লাহ তাআলার নামসমূহ ছাড়া অন্য কোন নামের দিকে নিসবত করা শরীয়ত সম্মত নয়। কেউ এ নাম রাখলে পরিবর্তন করা আবশ্যক করনীয়।

সুত্রঃ রদ্দুল মুহতারঃ ৯/৫৯৯

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 561 জন।