ইসলামি নাম

ماحي (মাহী), تهامي (তেহামী) কি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম?

ফতওয়া কোডঃ 138-ইনা-21-06-1443

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম। হুজুর, আমার প্রশ্ন হলোঃ

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দুটি নাম যথাক্রমে ماحي (মাহী), تهامي (তেহামী) শুনেছি, এগুলো কি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম? এই দুটি নামের অর্থ কি?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

আপনার শোনাটা সঠিক, নবী করীম সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম সমূহ থেকে একটি নাম الماحي মাহী, যার অর্থ বিমোচনকারী , মুছে বা মিটিয়ে দেনেওয়ালা, অনুরুপ ভাবে রসুল সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপাধী সমূহ থেকে একটা উপাধী হল تهامي তেহামী, যার অর্থ এলাকা গোত্ৰ ও বংশ নির্দেশক। এটা নবী করীম সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এর উপাধী।

সুত্রসমূহ

الصحيح البخارى: رقم 3532 عن جبير بن مطعم( رضي) قال .قال رسول الله (صلي) لي خمسة اسماء انا محمد واحمد وانا الماحى الذي يمحو الله بي الكفر وانا االحشر الذي يحشر الناس علي قدمي وانا العاقب

الفتح الباري: 6/558

المواهب اللدنية: 2/14-21

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

মিম, জিম, হামিম, ইয়াছিন, আলিফ, ত্বহা, এই ধরণের নাম রাখা জায়েয!

ফতওয়া কোডঃ 130-প-04-06-1443

প্রশ্নঃ

অনেকে আরবি হরফ দিয়ে নাম রাখে যেমনঃ মিম, জিম, হামিম, ইয়াছিন, আলিফ, ত্বহা, এই ধরণের নাম রাখা কতটুকু সহিহ?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

কোন মানুষের পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ন ও মৌলিক মাধ্যম হচ্ছে তার নাম। এই জন্য ইসলামে নাম রাখার গুরুত্ব অপরিসীম। রসুলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ব্যাপাৱে উম্মতকে স্পষ্ট দিক নির্দেশনা প্ৰদান করেছেন। ভালো নাম নিশ্চিত করার পাশাপাশি মন্দ ও অসুন্দর নাম রাখা থেকে বাচার জন্য সতর্ক করেছেন। এবং অসুন্দর নাম পরিবর্তন করে ভালো নাম রাখার মাধ্যমে বাস্তব জীবনে এর আমলী নমুনা পেশ করেছেন। হাদীসে এসেছে যে, আল্লাহ তাআলার কাছে সর্বৎকৃষ্ট নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। অন্য হাদীসে এসেছে, তোমরা নবীদের নামে নাম রাখো। অন্য আরেক হাদীসে এসেছে যে, তোমরা আমার নামে নাম রাখো, আমার কুনিয়াতে কুনিয়াত রেখোনা। তবে নবজাতকের যে কোন নাম রাখা জায়েয যদি শরিয়তে এ বিষয়ে কোন নিষেধাজ্ঞা না থাকে। কিন্ত অনন্ত, চিরঞ্জীব, মৃত্যুঞ্জয়, এ ধরনের অর্থবোধক নাম কোন ভাষাতেই রাখা কোন অবস্থাতেই জায়েয নয়। অতএব আরবী হরফ দিয়ে মিম, জিম, হামিম, ইয়াছিন, আলিফ, ত্বহা, এই ধরণের নাম রাখা সহীহ তথা জায়েয আছে। রাখলে কোন সমস্যা নেই। তবে অর্থের দিকে খেয়াল করে সুন্দর অর্থবোধক নাম রাখা উত্তম। কেননা কিয়ামতের দিন এই নাম‌ই মানুষের পরিচয় বহন করবে।

সুত্রসমূহ

الصحيح المسلم: رقم 3975 ان احب اسماءكم الي الله عبد الله و عبد الرحمن

الاداب المفرد: رقم 837

الموسوعة الفقهية الكويتية: 11/3310

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

‘আব্দুল মুত্তালিব’ নাম রাখা জায়েয নয়?

ফতওয়া কোডঃ 91-ইনা-17-03-1443

প্রশ্নঃ আসসালামু আলাইকুম, ‘আব্দুল মুত্তালিব’ নাম রাখা কেমন? জায়েয না নাজায়েয? নাজায়েয হলে করনীয় কি?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

‘আব্দুল মুত্তালিব’ নাম রাখা জায়েজ নয়। কেননা, তার অর্থ হল মুত্তালিবের বান্দা। ‘আব্দ’ তথা ‘বান্দা’ শব্দের নিসবত আল্লাহ তাআলার নামসমূহ ছাড়া অন্য কোন নামের দিকে নিসবত করা শরীয়ত সম্মত নয়। কেউ এ নাম রাখলে পরিবর্তন করা আবশ্যক করনীয়।

সুত্রঃ রদ্দুল মুহতারঃ ৯/৫৯৯

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

আব্বাসুর রহমান নাম রাখা কেমন?

ফতওয়া কোডঃ 86-ইনা-09-02-1443

প্রশ্নঃ মুফতি সাহেব, আব্বাসুর রহমান নাম রাখা কি মাকরুহ?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

মাকরুহ নয়, আব্বাসুর রহমান নাম রাখা বৈধ।

সূত্রঃ মুসলিম শরীফঃ ৭/১০১, আবু দাউদ শরীফঃ ৪/২১০৭, লিসানুল আরবঃ ৯/২০, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাতঃ ১২/১৬০-১৬১

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading