১২ রবিউল আউয়ালের উৎসব পালনকারী কি ঈমানদ্বার?

ফতওয়া কোডঃ 92-বিপ্র-18-03-1443

প্রশ্নঃ ১২ রবিউল আউয়ালের উৎসব পালন করলে ঈমান থাকবে কি?

উত্তরঃ بسم الله الرحمن الرحيم

১২ রবিউল আউয়াল রসুলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্মদিন হিসেবে যে উৎসব পালন করা হয়, তা শরীয়ত সম্মত নয়। এই উৎসবের মধ্যে যারা অংশ নেয় নির্ভরযোগ্য তথ্য মতে তারা সকলেই বেদআতী, আর বেদআতী ব্যাক্তির পিছনে তার ইকতেদায় নামাজ পড়া নাজায়েয, বেদআতী ব্যক্তিদের আকিদার উপর নির্ভর করবে তার ইমান আছে কিনা? তাই এমন ব্যক্তি বিশেষের আকিদার ব্যপারে পরিপূর্ন অবগত হয়ে আমাদের জানালে আমরা সঠিক সমাধান দিতে পারবো। অন্যথায় কোন বেদআতীর আকিদা শিরক পর্যন্ত পৈাছলে সে মুশরিকের হুকুমে পরবে, তার ইকতেদায় নামাজ পড়লে উক্ত নামাজ আবার পড়ে নিতে হবে।

সুত্রঃ আল বাহরুর রাইকঃ ১/৩৭০, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ ১/৮৪, ফাতাওয়ায়ে শামীঃ ১/৫৬২

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading