ফতওয়া কোডঃ 93-ইআ-18-03-1443
প্রশ্নঃ
হযরত ইমাম মাহদী রহ. এর আবির্ভাব কত হিজরীতে হবে, জনতে চাই!
সমাধানঃ
بسم الله الرحمن الرحيم
হযরত ইমাম মাহদী রহ. এর আবির্ভাব কত হিজরীতে হবে সেটা কুরআন-হাদিসে নিশ্চিত ভাবে উল্লেখ নেই, তবে একটি হাদিসের সুত্রে কেউ কেউ ১২০০ হিজরীর পর পরবর্তি সময়ে তার আগমনের কথা উল্লেখ করেছেন।
সুত্রসমূহ
সুনানে ইবনে মাজাহঃ হাদিস নং ২৯৪, মিরকাতুল মাফাতীহঃ ৯/৩৬২
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।