লকডাউন (করনাকালীন) এর সময়ে পাঞ্জেগানা মসজিদের জুমার নামাজ এখন জামে মসজিদে পরতে হবে!

ফতওয়া কোডঃ 106-জুই,সা-22-04-1443

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম। আমি মিরপুর শেওড়াপাড়ায়‌ একটি ১০ তলা ভবনে বসবাস করি। এই ভবনের ছাদে একটি পাঞ্জেগানা মসজিদ আছে এবং একজন ইমাম নিয়োজিত আছেন। ভবণে মোট ৪০ টি পরিবার বসবাস করে। সরকারের বিধিনিষেধের কারণে করোনাকালীন সময়ে আমরা এখানে জুম্মার নামাজ আদায় শুরু করি এবং যামাতে ২০/২৫ জন মুসল্লির সমাগম হয়। নিরাপত্তার জন্য ভবণে বাইরের মুসল্লিদের প্রবেশের কোন সুযোগ নেই এবং মসজিদটি ওয়াকফো করা নেই। প্রশ্ন হচ্ছে, করোনাত্তোর এই মসজিদে জুম্মার নামাজ আদায় করা যাবে কি না বা আদায় করলে নামাজ শহী সুদ্ধ হবে কি না ? মসজিদে বাইরের মুসল্লিদের প্রবেশের কোন সুযোগ নেই। এমতাবস্থায় এই মসজিদে জুম্মার নামাজ আদায় করা ঠিক হবে কি না ? এ ব্যাপারে শরীয়ত সম্মত বিধান কি, বা পূর্বশর্ত কি কি, জানালে আমরা সবাই উপকৃত হব।

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

করোনাকালীন সময়ে উযর বা সমস্যার কারনে পাঞ্জেগানা মসজিদে প্রয়োজনে জুমার নামাজ বৈধ ছিলো, যেহেতু এখন আর উক্ত সমস্যা নেই, মুসল্লিরা আগের মতো জামে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। দারুল উলুম উলুম দেওবন্দ থেকে এই ফতওয়া জারী করা হয়েছে।

সুত্রসমূহ

দারুল উলুম উলুম দেওবন্দ এর ফতওয়া নং 607486, Click To Fatwa : 485-318/H=04/1443

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top