ফতওয়া কোডঃ 105-বিলে-22-04-1443
প্রশ্নঃ
ভোট দিতে টাকা নেওয়া-দেওয়া কেমন? বর্তমানে এই লেনদেন ব্যাপক আকারে চলছে, বিস্তারিত জানাবেন।
সমাধানঃ
بسم اللہ الرحمن الرحیم
ভোটের জন্য লেনদেন হারাম, মারাত্বক গুনাহের কাজও বটে। কেননা এটা স্পষ্ট ঘুষ, আর ঘুষ হারাম। তাই এধরনের লেনদেন থেকে বিরত থাকা আবশ্যক।
সুত্রসমূহ
রদ্দুল মুহতারঃ ৫/৩৬২, মাজমাউয যামানাতঃ পৃ:- ১৭৮
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।