ফতওয়া কোডঃ 105-বিলে-22-04-1443
প্রশ্নঃ ভোট দিতে টাকা নেওয়া-দেওয়া কেমন? বর্তমানে এই লেনদেন ব্যাপক আকারে চলছে, বিস্তারিত জানাবেন।
উত্তর : بسم اللہ الرحمن الرحیم
ভোটের জন্য লেনদেন হারাম, মারাত্বক গুনাহের কাজও বটে। কেননা এটা স্পষ্ট ঘুষ, আর ঘুষ হারাম। তাই এধরনের লেনদেন থেকে বিরত থাকা আবশ্যক।
সুত্রঃ রদ্দুল মুহতারঃ ৫/৩৬২, মাজমাউয যামানাতঃ পৃ:- ১৭৮
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।