এবছর (১৪৪৫ হিজরী) এর সর্বনিম্ন ফিতরা ১০০/=, সর্বোচ্চ ৩,৫৬০/= টাকা।

মাহরাম ছাড়া মহিলাদের জন্য হজ্ব-উমরার সফর করাও জায়েজ নয়

ফতওয়া কোডঃ 135-হউ-20-06-1443

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম৷ একজন বিধবা মহিলা, বয়স ৬০ বছর, তার ছোট বোন ও ছোট বোনের স্বামির সাথে ওমরাহ করতে যেতে পারবে ?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

মাহরাম ছাড়া মহিলাদের জন্য সফর করা জায়েজ নয়, যদিও বৃদ্ধ হয়৷ কেননা হাদীসে যুবতী এবং বয়স্ক মহিলার মাঝে পার্থক্য ছাড়া বর্ণিত হয়েছে৷ এমনকি মহিলাদের মাহরাম না থাকলে তার উপর হজ্ব ফরজও হয় না। সুতরাং প্রশ্নে বর্ণিত ৬০ বছরের বিধবা মহিলা, নিজের বোন ও বোনের স্বামীর সাথে ওমরায় যেতে পারবে না৷, কেননা বোনের স্বামী তার মাহরাম নয়৷

মনে রাখতে হবে, হজ্ব ফরজ না হওয়া সত্বেও এবং মাহরাম ছাড়া হজ্ব করা নিষেধ হওয়া সত্বেও যদি কেহ হজ্ব মাহরাম ছাড়াই করে, তাহলে হজ্বটি মাকরূহের সাথে আদায় হয়ে যায়। আর ওমরাহ যেহেতু ফরজ ইবাদত নয়, তাই উক্ত মহিলা নিজের বোন ও বোনের স্বামীর সাথে ওমরায় যাওয়া শরীয়ত সম্মত নয়।

সুত্রসমূহ

الصحيح المسلم: رقم 423 عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه و سلم لا يحل لإمرأة تؤمن بالله واليوم الآخر أن تسافر سفرا يكون ثلاثة أيام فصاعدا إلا ومعها أبوها أو ابنها أو زوجها أو أخوها أو ذو محرم منها

البحر الرائق: 2/552 يُشْتَرَطُ فِي حَجِّ الْمَرْأَةِ مِنْ سَفَرِ زَوْجٍ أَوْ مَحْرَمٍ بَالِغٍ عَاقِلٍ غَيْرِ مَجُوسِيٍّ وَلَا فَاسِقٍ مَعَ النَّفَقَةِ عَلَيْهِ وَأَطْلَقَ الْمَرْأَةَ فَشَمِلَ الشَّابَّةَ وَالْعَجُوزَ لِإِطْلَاقِ النُّصُوصِ

المحيط البرهانى: 3/394 يُشْتَرَطُ فِي حَجِّ الْمَرْأَةِ مِنْ سَفَرِ زَوْجٍ أَوْ مَحْرَمٍ بَالِغٍ عَاقِلٍ غَيْرِ مَجُوسِيٍّ وَلَا فَاسِقٍ مَعَ النَّفَقَةِ عَلَيْهِ وَأَطْلَقَ الْمَرْأَةَ فَشَمِلَ الشَّابَّةَ وَالْعَجُوزَ لِإِطْلَاقِ النُّصُوصِ

رد المحتار: 2/465 وَلَوْ حَجَّتْ بِلَا مَحْرَمٍ جَازَ مَعَ الْكَرَاهَةِ الخ- (قَوْلُهُ مَعَ الْكَرَاهَةِ) أَيْ التَّحْرِيمِيَّةِ لِلنَّهْيِ فِي حَدِيثِ الصَّحِيحَيْنِ «لَا تُسَافِرْ امْرَأَةٌ ثَلَاثًا إلَّا وَمَعَهَا مَحْرَمٌ» زَادَ مُسْلِمٌ فِي رِوَايَةٍ «أَوْ زَوْجٌ»

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top