ফতওয়া কোডঃ 159-বিপ্র-15-10-1443
প্রশ্নঃ
আমার জানার বিষয় হল, বাচ্চার কপালে কোন ধরনের কুসংস্কার মানা ছারা শুধুমাত্র সৌন্দর্যবর্ধনের জন্য যদি টিপ দেই তাহলে সেটা শরীয়ত সম্মত হবে কিনা?
সমাধানঃ
কোন আবস্থাতেই কপালে টিপ ব্যবহার করা জায়েয নেই, চাই ছোট হোক বা বড় হোক, চাই তা সৌন্দর্যবর্ধনের জন্য হোক বা নজর লাগার ভয়ে হোক। আর নজর লাগার ভয়ে ব্যবহার করা শিরক।
টিপ পড়া মূলত হিন্দুদের একটি অংশ। যা হিন্দুদের ধৰ্ম বিশ্বাস ও সংস্কৃতির অন্তৰ্ভূক্ত, বাংলা একাডেমিক ব্যবহারিক অভিধান এবং উইকিপিডিয়া এ কথা প্ৰমান করেছে যে, টিপ বৈষ্ণব সমপ্ৰদায়ের নারীর ব্যবহার করে থাকে, বৈষ্ণব সম্প্ৰদায় হলো হিন্দু ধৰ্মের একটি শাখা, সুতরাং এটি পরিধান করলে হিন্দুয়ানী সংস্কৃতির চৰ্চা করা হয়, যা ইসলামে হারাম।
সুত্রসমূহ
مسند احمد: رقم 3718 المرء مع من احب
الصحيح البخاري: رقم 6168, 5816
سنن ابي داود: رقم 4031 من تشبه بقوم فهو منهم
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।