এবছর (১৪৪৫ হিজরী) এর সর্বনিম্ন ফিতরা ১০০/=, সর্বোচ্চ ৩,৫৬০/= টাকা।

সুদি ঋণগ্রহীতাকে ঋণ গ্রহনের ক্ষেত্রে সহযোগিতা করা নাজায়েয

ফতওয়া কোডঃ 21-সুই-30-09-1442

প্রশ্নঃ

আমার একটি কনসালটেন্সি ফার্ম আছে। যার মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকি। তন্মধ্যে থেকে বাংলাদেশ ব্যাংকের ESF এর মাধ্যমে ২% সুদে কৃষি ভিত্তিক শিল্পখাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি করে বিনিয়োগ বৃদ্ধি করে দেশের শিক্ষিত, বেকার, কর্মক্ষম যুবক শ্রেনীকে লোন প্রদান করা হয়। এই লোন পেতে উদ্যোক্তারা  সাধারণ কনসালটেন্সি ফার্মের মাধ্যমে আবেদন বা কাজ করে থাকে। ইতোমধ্যে অনেক উদ্দোক্তা আমার সাথে যোগাযোগ করেছেন। এখন মুহতারামের নিকট আমার জানার বিষয় হলো। এই লোন প্রসেসিংয়ের মাধ্যমে উদ্দোক্তাদের সহায়তা করা আমার জন্য শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে কি? অনুগ্রহ পূর্বক কুরআন-হাদীসের দলীলের আলোকে উত্তর প্রদান করলে কৃতজ্ঞ থাকবো।

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

আপনার বর্ননা অনুযায়ী লোন প্রসেসিংয়ের মাধ্যমে উদ্দোক্তাদের সহায়তা করা আপনার জন্য শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়, কেননা আপনি সরাসরি সুদী কারবারের সাথে সম্প্রিক্ত না হলেও ব্যাংক থেকে সুদি ঋণগ্রহীতাকে ঋণ গ্রহনের ক্ষেত্রে সহযোগিতা করছেন, যা সম্পূর্ন অবৈধ ও গুনাহের কাজ, শরিয়ত এমন কাজকে সমর্থন কর না। পূর্বে এমন কাজ করে থাকলে তওবা করতে হবে, মাসআলা জানার পর আগামিতে এমন কাজ করা জায়েয হবে না।

সুত্রসমূহ

سورة المائدة: 2

صحيح المسلم: 11/25 (1598)

فتاوى فقيه الملت: 10/145-147

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top