এবছর (১৪৪৫ হিজরী) এর সর্বনিম্ন ফিতরা ১০০/=, সর্বোচ্চ ৩,৫৬০/= টাকা।

নারীদের সাজ-সজ্জা করার জন্য নাক-কান ছিদ্র করা শরীয়ত সম্মত!

ফতওয়া কোডঃ 29-নামা,পোপ-28-10-1442

প্রশ্নঃ

সমাজ এর প্রচলন আছে, নারীদের নাক-কান ছিদ্র করে বিভিন্ন অলংকার লাগানো হয়, সাধারণত ধারালো ছুরি দিয়ে ফোটা করা হয়, এতে প্রকাশ্যে তাদের ওপর জুলুম করা হয় বলে মনে হয়, শরীয়ত এ ব্যাপারে কি বলে?

সমাধানঃ

بسم الله الرحمن الرحيم

নারীদের সাজ-সজ্জা করার জন্য নাক-কান ছিদ্র করা হারাম নয় বরং শরীয়ত সম্মত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় কান ছিদ্র করা হতো, এ কাজ থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিষেধ করেননি, উলামায়ে কেরাম এই কান ছিদ্র করার উপর ইজতেহাদ করে নাক ছিদ্র করাকেও জায়েজ বলেছেন।

সুত্রসমূহ

فتاوى محمودية: 19/371

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top