সৎ মায়ের ভাই/বোন, সৎ বাবার বোন/ভাইয়ের সাথে ও দেবরের ছেলের সাথে পর্দা করতে হবে কি?
ফতওয়া কোডঃ 147-নামা-26-07-1443
প্রশ্নঃ
আসসালামু আলাইকুম। হুজুর, আমার প্রশ্ন হলোঃ
১. সৎ মায়ের ভাই/বোনের সাথে পর্দা করতে হবে কি? তেমনিই সৎ বাবার বোন/ভাইয়ের সাথে পর্দা করতে হবে কি?
২. দেবরের ছেলের সাথে পর্দা করতে হবে কি? হাদিসে আছে, চাচা বাবার সমান। এক্ষেত্রে কি চাচী মায়ের সমান হয় কি?
সমাধানঃ
بسم اللہ الرحمن الرحیم
শরীয়তের বিধান হলো সৎ মা, যিনি বাবার স্ত্রী হওয়ার কারণে মাহরামের অন্তর্ভুক্ত। সুতরাং তার সামনে যাওয়া যাবে, পর্দা করতে হবেনা। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেনঃ
وَلَا تَنكِحُوا مَا نَكَحَ آبَاؤُكُم مِّنَ النِّسَاءِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۚ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَمَقْتًا وَسَاءَ سَبِيلًا
১. খালাঃ আপন খালা, সৎ খালা, বৈপিত্রেয় খালা, দুধ খালা অর্থাৎ দুধ মা’র আপন বোন, সৎ বোন, বৈপিত্রেয় বোন এবং দুধ বোন মাহরাম। এমনিভাবে আপন মাতা-পিতার খালা, দাদা-দাদির খালা ও নানা-নানির খালাও মাহরামভুক্ত।
২. ফুফুঃ আপন ফুফু, সৎ ফুফু, বৈপিত্রেয় ফুফু ও দুধ ফুফু মাহরাম। এমনি নিজের মাতা-পিতার ফুফু, দাদা-দাদির ফুফু ও নানা-নানির ফুফু এভাবে যত উপরে যাক সকলেই মাহরাম।
৩. চাচাঃ আপন চাচা, সৎ চাচা, বৈপিত্রেয় চাচা ও দুধ চাচা অর্থাৎ আপন পিতার দুধ ভাই, দুধ পিতার আপন ভাই, সৎ ভাই, বৈপিত্রেয় ভাই ও দুধ ভাই মাহরাম। এমনিভাবে পিতা, দাদা ও নানার চাচারাও মাহরাম।
৪. মামাঃ আপন মামা, সৎ মামা, বৈপিত্রেয় মামা ও দুধ মামা অর্থাৎ আপন মা’র দুধ ভাই, দুধ মা’র আপন ভাই, সৎ ভাই, বৈপিত্রেয় ভাই ও দুধ ভাই মাহরাম। এমনিভাবে মা, দাদি ও নানির মামারাও মাহরাম। তবে আপন ফুফা ও খালুও মাহরাম নয়। চাচী গায়রে মাহরাম বিধায় তার সাথে দেখা করা জায়েয নেই।
সুত্রসমূহ
سورة النساء: 22-24
سورة النور: 31
فتاوي الشامي: 4/99-108, 402-410
فتاوي عالمغيري: 1/273-277
بدائع الصنائع: 3/396-400
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।