ফতওয়া কোডঃ 86-ইনা-09-02-1443
প্রশ্নঃ মুফতি সাহেব, আব্বাসুর রহমান নাম রাখা কি মাকরুহ?
উত্তরঃ بسم الله الرحمن الرحيم
মাকরুহ নয়, আব্বাসুর রহমান নাম রাখা বৈধ।
সূত্রঃ মুসলিম শরীফঃ ৭/১০১, আবু দাউদ শরীফঃ ৪/২১০৭, লিসানুল আরবঃ ৯/২০, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাতঃ ১২/১৬০-১৬১
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।