ফতওয়া কোডঃ 64-ওও-8-1-1443
প্রশ্নঃ কোন মানুষের যদি ছেলে না থাকে, কেবল মাত্র মেয়ে থাকে এবং সে যদি তার সমস্ত সম্পদ মেয়েদের নামে লিখে দেয় এবং তা যদি হয় এ জন্য যে, বাকি ওয়ারিশরা যেন সেই সম্পদ না পায়, তাহলে সেই ব্যাপারে শরিয়ত কি বলে? তা করা জায়েজ হবে কি?
উত্তরঃ بسم الله الرحمن الرحيم
মালিক তার সম্পদ নিজ জীবদ্দশায় যাকে যেভাবে ইচ্ছা দিতে পারেন, তবে কেউ যদি তার সমস্ত সম্পদ মেয়েদের নামে লিখে দেয় এবং তা যদি হয় এ জন্য যে, বাকি ওয়ারিশরা যেন সেই সম্পদ না পায়, তাহলে তা কার্যকর হলেও শরীয়তের দৃষ্টিতে মালিক তার অসৎ নিয়তের কারনে মারাত্বক গুনাহগার বলে বিবেচিত হবেন।
সুত্রঃ সুরা নিসাঃ ১২, সুরা মাইদাঃ ১১৯, তিরমিজী শরীফঃ ৪/১৮৬, ফাতাওয়ায়ে রহিমিয়াহঃ ৬/৪৭৫, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাতঃ ১২/৪৭৫
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।
আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 504 জন।