ফতওয়া কোডঃ 63-কুকা,বিপ্র-23-12-1442
প্রশ্নঃ
ইসালে সওয়াবের জন্য পবিত্র কুরআন মাজিদ পড়ে বিনিময় নেওয়া কেমন?
সমাধানঃ
بسم الله الرحمن الرحيم
ঈসালে সওয়াবের জন্য যদি পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়, তাহলে তার বিনিময় দেওয়া-নেওয়া ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ।
সুত্রসমূহ
মুসনাদে আহমাদ, হাদিস নং ১৫৫৩৫, শুআবুল ঈমানঃ ২৬২৫, রদ্দুল মুহতারঃ ৬/৫৬
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।