ফতওয়া কোডঃ 88-আমামা-12-02-1443
প্রশ্নঃ
প্রয়োজনে ব্যক্তিগত কোন সামগ্রী মসজিদে রাখা কেমন? মনে করেন আমার ব্যক্তিগত জায়নামাজ বা চেয়ার আমি মসজিদে রেখে দিলাম, এবং প্রয়োজন মতো মসজিদে এসে ব্যবহার করলাম, শরীয়ত এ ব্যাপারে কি বলে?
সমাধানঃ
بسم الله الرحمن الرحيم
মসজিদ পবিত্র স্থান, এবং ইবাদতের স্থান, তাই মসজিদকে ইবাদত-বন্দেগী ছাড়া অন্য কোন কাজে ব্যবহারের অনুমতি শরীয়ত দেয়নি, মসজিদে আসার সময় জায়নামাজ নিয়ে আসা যায়, তবে জায়নামাজের উপর নামাজ আদায় শেষে আবার নিয়ে যেতে হবে, যদি চেয়ারে বসে নামাজ আদায় করতে হয় তাহলে আসার সময় চেয়ার নিয়ে আসবেন নামাজ আদায় শেষে আবার নিয়ে যেতে হবে, মসজিদে রাখার অনুমতি নেই, এগুলো মসজিদে রাখতে হলে মসজিদে ওয়াকফ করে দিতে হবে, আর ওয়াকফ করার সাথে সাথে উক্ত বস্তুর উপর আপনার মালিকানা বাতিল হয়ে যাবে, যে কেউ সুবিধা মত ব্যবহার করতে পারবে, ব্যবহার করার সময় আপনি ব্যবহারকারী ব্যক্তিকে উক্ত বস্তুর জন্য নিজের প্রভাব বিস্তার করা শরীয়ত সম্মত নয়।
সুত্রসমূহ
ফাতহুল কাদীরঃ ৫/৪৪৪, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ ৫/৩২১, ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাতঃ ৯/৩৫
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।