ফতওয়া কোডঃ 104-সা-19-04-1443
প্রশ্নঃ নামাজে রাকাআত ছুটে গেলে ইমাম সাহেব সালাম শুরু করার সাথে সাথেই কি দাড়িয়ে যেতে হয়, নাকি সালাম শেষ করার পরে দাড়াতে হবে?
উত্তর : بسم اللہ الرحمن الرحیم
নামাজে রাকাআত ছুটে গেলে ইমাম সাহেব সম্পূর্ন সালাম শেষ করার পরে দাঁড়াতে হবে।
সুত্রঃ খিজানাতুল আকমালঃ ১/৫৮, বাদায়িউস সানায়েঃ ১/৫৬৩, হালবাতুল মুজাল্লিঃ ২/৪৬৪, হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকিঃ পৃষ্ঠা:- ২৫২
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।
আপনিসহ এই ফতওয়াটি পড়েছেন মোট 713 জন।