এবছর (১৪৪৫ হিজরী) এর সর্বনিম্ন ফিতরা ১০০/=, সর্বোচ্চ ৩,৫৬০/= টাকা।

নামাজের শেষ বৈঠকে শুধু দরুদ শরীফ তাকরার করলে সাজদায়ে সাহু ওয়াজিব হয় না

ফতওয়া কোডঃ 110-সা-06-05-1443

প্রশ্নঃ

নামাজে দরুদ শরীফ পড়ার সময় ভুলে যাবার কারনে দরুদ শরীফের কিছু অংশ বারবার পড়লে কি সাহু সিজদা দিতে হবে? এই সাহু সিজদা কখন কিভাবে দিবে?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

নামাজের শেষ বৈঠকে দরুদ শরীফ পড়ার সময় দরুদ শরীফ ভুলে যাবার কারনে দরুদ শরীফের কিছু অংশ বারবার পড়লে সাজদায়ে সাহু ওয়াজিব হবে না।

নামজে সাধারনত এ ধরনের অবস্থা হয় অত্যাধিক ওয়াসওয়াসা বা মনোযোগ কম থাকার কারনে, কখনও এমন সাধারন বিষয় গুরুত্ব না দেয়ার কারনে নামাজ বাতিল হয়ে যায় অথচ আমরা বুঝি না। তাই খুশু-খুজু সহকারে নামাজ আদায় করা তাকওয়ার দাবী।

সুত্রসমূহ

الدر المختار وحاشية ابن عابدين رد المحتار: 1/460 قَوْلُهُ وَكَذَا تَرْكُ تَكْرِيرِهَا إلَخْ فَلَوْ قَرَأَهَا فِي رَكْعَةٍ مِنْ الْأُولَيَيْنِ مَرَّتَيْنِ وَجَبَ سُجُودُ السَّهْوِ لِتَأْخِيرِ الْوَاجِبِ وَهُوَ السُّورَةُ كَمَا فِي الذَّخِيرَةِ وَغَيْرِهَا، وَكَذَا لَوْ قَرَأَ أَكْثَرَهَا ثُمَّ أَعَادَهَا كَمَا فِي الظَّهِيرِيَّةِ، أَمَّا لَوْ قَرَأَهَا قَبْلَ السُّورَةِ مَرَّةً وَبَعْدَهَا مَرَّةً فَلَا يَجِبُ كَمَا فِي الْخَانِيَّةِ وَاخْتَارَهُ فِي الْمُحِيطِ وَالظَّهِيرِيَّةِ وَالْخُلَاصَةِ وَصَحَّحَهُ الزَّاهِدِيُّ لِعَدَمِ لُزُومِ التَّأْخِيرِ لِأَنَّ الرُّكُوعَ لَيْسَ وَاجِبًا بِإِثْرِ السُّورَةِ، فَإِنَّهُ لَوْ جَمَعَ بَيْنَ سُوَرٍ بَعْدَ الْفَاتِحَةِ لَا يَجِبُ عَلَيْهِ شَيْءٌ، كَذَا فِي الْبَحْرِ

حاشية الطحطاوى على مراقى الفلاح: 460

البحر الرائق: 2/97

احسن الفتاوى: 4/31, 4/29

فتاوى فقيه الملت: 3/276-277

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top