এবছর (১৪৪৫ হিজরী) এর সর্বনিম্ন ফিতরা ১০০/=, সর্বোচ্চ ৩,৫৬০/= টাকা।

বিতরের নামাজ বাদ পরলে কাজা করে নিতে হবে

ফতওয়া কোডঃ 111-সা-06-05-1443

প্রশ্নঃ

ফরজ নামাযের মতো বিতরের নামাযও কি কাযা করতে হবে?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

নির্ভরযোগ্য তথ্য মতে বিতরের নামাজ পড়া ওয়াজিব, তাই কখনও এ নামাজ বাদ পড়লে ফরজ নামাজের মতো বিতর নামজেরও কাজা আদায় করে নিতে হবে।

সুত্রসমূহ

الدر المختار وحاشية ابن عابدين رد المحتار: 2/73 وكذا حكم الوتر وقال ابن عابدين، لأنه فرض عملى عنده

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top