এবছর (১৪৪৫ হিজরী) এর সর্বনিম্ন ফিতরা ১০০/=, সর্বোচ্চ ৩,৫৬০/= টাকা।

আহলে হাদিস বা গইরে মুকাল্লিদ শায়খদের বক্তব্য শোনা, তাদের বই পড়া ইমানের জন্য ক্ষতিকর!

ফতওয়া কোডঃ 121-পফি,বিপ্র-17-05-1443

প্রশ্নঃ

আমি একজন সাধারন মানুষ, আলেম নই, আহলে হাদিস বা গইরে মুকাল্লিদ শায়খদের (শায়খ আঃ রাজ্জাক বিন ইউসুফ, শায়খ মতিউর রহমান মাদানী, শায়খ মুজাফফর বিন মুহসিন প্রমুখদের) বক্তব্য শোনা বা তাদের বই পড়া কেমন? আমি কি তাদের বক্তব্য শুনতে পারবো? বা বই পড়তে পারবো?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

আহলে হাদিস বা গইরে মুকাল্লিদ শায়খদের বক্তব্য শোনা যাবে না এবং তাদের লিখিত বই পড়া যাবে না। কারন তারা কুরআন ও সুন্নাহের মনগড়া ব্যাখ্যা করেন, যা একজন মুসলমানের ইমান নষ্টের জন্য যতেষ্ঠ।

কুরআন-সুন্নাহ, ইজমা-কিয়াস, সালফে সালেহীনদের আমাল সমূহকে অবজ্ঞা করে নিজের মনগড়া কথা সহিহ হাদিসের নামে সমাজে প্রচারের প্রধান কারিগড় এই আহলে হাদিস বা গইরে মুকাল্লিদ শায়খরা।

মূলত এরা ফিৎনাবাজ, তাই খুব সতর্কতার সাথে এদের থেকে নিজে ও সকলকে বিরত রাখা একান্ত কর্তব্য।

সুত্রসমূহ

سورة البقرة: 217 وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ

سورة النساء: 115 وَمَن يُشَاقِقِ ٱلرَّسُولَ مِنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ ٱلْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ ٱلْمُؤْمِنِينَ نُوَلِّهِۦ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِۦ جَهَنَّمَ ۖ وَسَآءَتْ مَصِيرًا

سورة المائدة: 2 وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

سورة النحل: 43 وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًا نُّوحِي إِلَيْهِمْ ۚ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top