ফতওয়া কোডঃ 150-সা-08-08-1443
প্রশ্নঃ
আসসালামু আলাইকুম।
১. হযরত, ফজরের ২য় রাকাতের ফরজে ইমাম সাহেবের পিছনে ১ রাকাআত পাবার পরে ইমামের শেষ বৈঠকে কি তাশাহুদ, দরুদ শরীফ, দুআ সবই পড়তে হবে? নাকি শুধু তাশাহুদ পড়লেই হবে? আর পড়লে কোন সমস্যা আছে?
২. ৪ রাকাত ফরজের ২ রাকাতের সময় তাশাহুদের পরে ভুলে দূরুদ পড়ে ফেললে কি সাহু সিজদা লাগবে কিংবা নামায মাকরুহ হবে?
সমাধানঃ
১. মাসবুক ব্যক্তি উক্ত বৈঠকে শুধু তাশাহুদ পড়বে।
২. চার রাকাআত বা তিন রাকাআত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর দরুদ শরীফ পাঠ করলে পরবর্তী রাকাত বিলম্ব হয়, যেহেতু সাথে সাথেই দাড়ানোর নিয়ম ছিলো, আর দরুদ শরীফ পাঠ করার কারনে দাড়ানোর ক্ষেত্রে কিছুটা বিলম্ব হলো, তাই সেজদায়ে সাহু ওয়াজিব হবে। তাশাহুদের পর শুধুমাত্র ৪২ হরফ পরিমাণ পড়লে তথা “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মদ” পর্যন্ত পড়লে সেজদায়ে সাহু আবশ্যক হয়ে যায়। হযরত শাবী রহঃ বলেনঃ যে ব্যক্তি প্রথম দুই রাকাতের বৈঠকে তাশাহুদের পর কোন কিছু পড়ে, তাহলে তার উপর দুই সেজদায়ে সাহু দেয়া আবশ্যক।
সুত্রসমূহ
رد المحتار: 2/220-221 وأما المسبوق فيترسل ليفرغ عند سلام إمامه وقيل يتم وقد يكرر كلمة الشهادة، وقال ابن عابدين- ( قوله فيترسل ) أي يتمهل ، وهذا ما صححه في الخانية وشرح المنية في بحث المسبوق من باب السهو وباقي الأقوال مصحح أيضا…… وقيل يكرر كلمة الشهادة كذا في شرح المنية والذي في البحر والحلية والذخيرة يكرر التشهد تأمل
فتاوي عالمغيري: 1/91
البحر الرايق: 1/875
الفتاوي التاتارخانية: 1/559
الدر المختار: 2/456 ولا يصلي على النبي صلى الله عليه وسلم في القعدة الأولى في الأربع قبل الظهر والجمعة وبعدها ) ولو صلى ناسيا فعليه السهو
الفتاوى الهندية: 1/127
مراقى الفلاح: رقم 376
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।