ফতওয়া কোডঃ 152-হাহা-11-08-1443
প্রশ্নঃ
আসসালামু আলাইকুম, সম্মানিত হযরাত, সরকার বয়স্ক ভাতা প্রদান করিতেছে, আমার জানার বিষয় হলোঃ এই ভাতা সবাই গ্রহন করতে পারবে কি না? মানে ধনী সামর্থবান ব্যক্তিও কি গ্রহন করতে পারবে?
সমাধানঃ
বয়স্ক ভাতা যদি বয়স্ক ব্যক্তিদের জন্য নির্ধারিত থাকে চাই ধনী হউক বা গরিব, তাহলে সবাই নিতে পারবে৷ আর যদি শুধু গরিবদের জন্য দেয়া হয় তাহলে ধনী ব্যক্তিরা নেয়া জায়েয হবে না৷ কেননা এতে অন্যায় ভাবে অন্যের হক নিজে ভক্ষণ করা হচ্ছে।
সুত্রসমূহ
سورة النساء: 29 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللهَ كَانَ بِكُمْ رَحِيمًا
والله اعلم بالصواب
দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।