এবছর (১৪৪৫ হিজরী) এর সর্বনিম্ন ফিতরা ১০০/=, সর্বোচ্চ ৩,৫৬০/= টাকা।

স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন দিয়ে মোটা করা গরু দিয়ে কি কুরবানী হবে?

ফতওয়া কোডঃ 153-যকু-25-08-1443

প্রশ্নঃ

স্টেরয়েড জাতীয় ওষুধ (ইঞ্জেকশন) দিয়ে মোটা তাজা করা গরু দিয়ে কি কুরবানি হবে?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

যদি পশুতে কুরবানী শুদ্ধ হওয়ার অন্য সকল শর্ত পাওয়া যায় তাহলে স্টেরয়েড জাতীয় ওষুধ (ইঞ্জেকশন) দিয়ে মোটা তাজা করা গরু দিয়ে কুরবানী জায়েয হবে। কুরবানী করতে কোন সমস্যা হবেনা। তবে খামারীদের উচিৎ অধিক মুনাফার আশায় এই ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকা।

সুত্রসমূহ

الموسوعة الفقهيية: والاصل الذي دل علي اشتراط السلامة من هذه العيوب كلها ما صح عن النبي صلي.انه قال لا تجزي من الضحاىا اربع..العوراء البيين عورها العرجاء البيين عرجها المريصة البيين مرضها والعجفاء التي لا تنقي

سنن ابی داؤد: 3/235

سنن النسائي: 7/214

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top