স্ত্রী যদি সেচ্ছায় মহর মাফ করে দেয়, তাহলে কি তা জায়েজ হবে?

ফতওয়া কোডঃ 154-বি-25-08-1443

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম, হযরত আমার প্রশ্ন হলো, স্ত্রী যদি সেচ্ছায় মহর মাফ করে দেয়, তাহলে কি তা জায়েজ হবে?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

স্ত্রী যদি ইচ্ছাকৃত ভাবে মহরের কিছু অংশ ছেড়ে দেয় কিংবা গ্রহণ করার পর স্বামীকে উপহার দিয়ে দেয়, তাহলে স্বামী তা সানন্দে ভোগ করতে পারবে। পূর্ণ মহর ছেড়ে দেওয়া বা পূর্ণ মহর স্বামীকে উপহার দেওয়ারও অধিকার স্ত্রীর রয়েছে। তবে স্বামী যদি চাপ দিয়ে বা কৌশলে পূর্ণ মহর বা কিছু অংশ মাফ করিয়ে নেয়, তাহলে তা মাফ হবে না।

সুত্রসমূহ

احكام القران للجصاص: 2/57-58

تفسير ابن كثير: 1/442

بيان القران: 2/93

تفسير عثماني: رقم 100

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top