স্ত্রী বাংলাদেশের আইন অনুযায়ী স্বামীকে ডিভোর্স দিলে তা শরিয়াহ অনুযায়ী তালাক হবে কি?

ফতওয়া কোডঃ 157-তাখু-26-09-1443

প্রশ্নঃ

স্ত্রী বাংলাদেশের আইন অনুযায়ী স্বামীকে ডিভোর্স দিলে তা শরিয়াহ অনুযায়ী তালাক হবে কি না?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

ইসলামী আইনে তালাক দেয়ার অধিকার শুধু স্বামীকে দেয়া হয়েছে, তাই স্ত্রী তালাক দিলে তালাক হবে না। তবে বিবাহ বা পরবর্তী কোন সময়ে স্বামী যদি তার স্ত্রীকে তার নিজের ওপর তালাক নেয়ার অধিকার প্রদান করে, এবং সে হিসেবে স্ত্রী স্বামীর প্রদত্ত অধিকারের ভিত্তিতে নিজের ওপর তালাক নিয়ে নেয় তাহলে তালাক হয়ে যাবে।

উল্লেখ্য যে, কাবিননামার সব শর্ত মেনে নিয়ে স্বাক্ষর করার দ্বারাও স্ত্রীকে অধিকার প্রদান হয়ে যায়। প্রশ্নোক্ত সুরতে কাবিননামার ১৮নং ধারার ভিত্তিতে অথবা অন্য কোনো ভাবে স্বামীর প্রদত্ত অধিকারের ভিত্তিতে স্ত্রী যদি ডিভোর্স দেয় তাহলে তালাক হয়ে যাবে।

সুত্রসমূহ

رسورة الأحزاب: 28-29 يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ إِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَأُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيلًا * وَإِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآَخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنْكُنَّ أَجْرًا عَظِيمًا

صحيح البخاري: رقم 4885 عن عائشةَ رَضِيَ الله عنها قالت: خَيَّرَنا رسولُ الله صلَّى اللهُ عليه وسلَّم، فاختَرْنا اللهَ ورَسولَه، فلم يَعُدَّ ذلك علينا شَيئًا

الموسوعة الفقهية: يَصِحُّ للزَّوجِ أن يُفَوِّضَ امرأتَه في الطَّلاقِ، وذلك باتِّفاقِ المَذاهِبِ الفِقهيَّةِ الأربَعةِ: الحَنَفيَّةِ، والمالِكيَّةِ، والشَّافِعيَّةِ، والحَنابِلةِ، وحُكي فيه الإجماعُ

الفتاوى الهندية: 1/387

الحيلة الناجزة: رقم 40

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top