এবছর (১৪৪৫ হিজরী) এর সর্বনিম্ন ফিতরা ১০০/=, সর্বোচ্চ ৩,৫৬০/= টাকা।

মা শরীকী ভাই এর মেয়ে মাহরাম?

ফতওয়া কোডঃ 213-বি-24-08-1445

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম, আমার আম্মুর প্রথম বিয়েতে আমার আম্মুর একটি ছেলে সন্তান হয়। নাম ধরলাম রাজু। কিন্তু প্রথম বিয়ের জামাই মারা যাওয়ায় আম্মু চলে যায়। কিন্তু ভাই আর আসে না, ওখানেই থাকেন। বড় হয়ে রাজু ভাইয়ের একটি মেয়ে সন্তান হয়। আম্মু ২য় বিয়ে করে। আর এই ২য় বিয়েতে আমি জন্ম নেই। রাজু ভাই আর আমার আম্মু এক কিন্তু বাবা ভিন্ন। এখন আমার জন্য কি রাজু ভাইয়ের মেয়ে মাহরাম?

সমাধানঃ

بسم اللہ الرحمن الرحیم

আপনার মা শরীকী ভাই (রাজু ভাই) এর মেয়ে আপনার জন্য মাহরাম, তার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে।

সুত্রসমূহ

سورة النور: 31 وَقُل لِّلۡمُؤۡمِنَٰتِ يَغۡضُضۡنَ مِنۡ أَبۡصَٰرِهِنَّ وَيَحۡفَظۡنَ فُرُوجَهُنَّ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنۡهَاۖ وَلۡيَضۡرِبۡنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّۖ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوۡ ءَابَآئِهِنَّ أَوۡ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ أَبۡنَآئِهِنَّ أَوۡ أَبۡنَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ إِخۡوَٰنِهِنَّ أَوۡ بَنِيٓ إِخۡوَٰنِهِنَّ أَوۡ بَنِيٓ أَخَوَٰتِهِنَّ أَوۡ نِسَآئِهِنَّ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُنَّ أَوِ ٱلتَّٰبِعِينَ غَيۡرِ أُوْلِي ٱلۡإِرۡبَةِ مِنَ ٱلرِّجَالِ أَوِ ٱلطِّفۡلِ ٱلَّذِينَ لَمۡ يَظۡهَرُواْ عَلَىٰ عَوۡرَٰتِ ٱلنِّسَآءِۖ وَلَا يَضۡرِبۡنَ بِأَرۡجُلِهِنَّ لِيُعۡلَمَ مَا يُخۡفِينَ مِن زِينَتِهِنَّۚ وَتُوبُوٓاْ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلۡمُؤۡمِنُونَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ

الفتاوى الهندية: 1/273 المحرمات بالنسب. وهن الأمهات والبنات والأخوات والعمات والخالات وبنات الأخ وبنات الأخت فهن محرمات نكاحا ووطئا ودواعيه على التأبيد فالأمهات: أم الرجل وجداته من قبل أبيه وأمه وإن علون وأما البنات فبنته الصلبية وبنات ابنه وبنته وإن سفلن وأما الأخوات فالأخت لأب وأم والأخت لأم وكذا بنات الأخ والأخت وإن سفلن

كتاب النوازل: 15/389

والله اعلم بالصواب

দারুল ইফতা, রহমানিয়া মাদরাসা সিরাজগঞ্জ, বাংলাদেশ।

Loading

Scroll to Top